চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রথম আন্তর্জাতিক অল উইমেন ফিল্ম ফেস্টিভাল (CIAWFF) ২০২৫। দুই দিনের এই উৎসব (৪-৫ সেপ্টেম্বর) আয়োজিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামে। নারী নির্মাতাদের সৃজনশীলতা তুলে ধরার পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি জানাতে আয়োজন করা হয় বিশেষ প্যালেস্টিনিয়ান ফিল্ম সেশন। ফিল্ম ফর আস ও এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) ফিল্ম ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে দুই দিনে মোট ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়, যার সবগুলোর নির্মাতা নারী। প্রতিযোগিতা বিভাগের পাশাপাশি ফিলিস্তিনি নারী নির্মাতাদের ১২টি চলচ্চিত্র দর্শকদের গভীরভাবে আলোড়িত করে। দ্বিতীয় দিনের বিশেষ আকর্ষণ ছিল ফিলিস্তিনি চলচ্চিত্র প্রদর্শনী। ‘টুডে দে টুক মাই স ‘ ছবিটি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। আয়োজকরা জানান, দর্শক-শ্রোতাদের অংশগ্রহণে স্পষ্ট হয়, ফিলিস্তিনের সংগ্রামের সাথে বাংলাদেশের মানুষের হৃদয়ের সংযোগ কতটা গভীর। উৎসব কর্তৃপক্ষ বলছে, নারী নির্মাতাদের জন্য এটি শুধু...