ছেলেদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২৩ বাছাইপর্বে গ্রুপপর্বের শেষ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। শেখ মোরসালিনের দল সিঙ্গাপুরকে হারিয়েছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচে একটি করে গোল করেছেন ফরোয়ার্ড ফাহমিদুল ইসলাম ও মো. আল আমিন। এছাড়া মিডফিল্ডার মোহসিন আহমেদ ও মোরসালিন একটি করে গোল করেন। সিঙ্গাপুরের একমাত্র গোলটি করেছেন নাদিম রহিম। খেলার প্রথমার্ধে কোন দলই গোল করতে পারেনি। প্রায় পুরোটা সময় সিঙ্গাপুর দুর্দান্ত সব আক্রমণ করলেও মেহেদী হাসান শ্রাবণ বাঁধা ভাঙতে পারেনি সিঙ্গাপুর। বিপরীতে বাংলাদেশ কিছু আক্রমণ করলেও কাজে লাগেনি সেগুলো। পরে গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায় দুদল। বিরতির পর ৭০ মিনিটে আসরের প্রথম গোল আদায় করে নেয় বাংলাদেশ। মাঝমাঠ থেকে পাওয়া বল একাই টেনে আনেন ফাহমিদুল। ডি বক্সের বেশ খানিকটা বাইরে থেকে দূরপাল্লার শট নেন এ ফরোয়ার্ড। গোলকিপার বল ধরতে পারেননি, ১-০...