ঢাকাই সিনেমার কিংবদন্তি নায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্না, যিনি শুধু ‘মান্না’ নামেই দর্শকের কাছে জনপ্রিয়, জীবদ্দশায় অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সহমর্মী ও বন্ধুবৎসল। এক সাক্ষাৎকারে মান্না নিজেই শৈশবের এক বন্ধুকে চিকিৎসায় সহায়তার স্মৃতি তুলে ধরেছিলেন।মান্না জানান, তার এক বন্ধু ওপেন হার্ট সার্জারির জন্য সাহায্য চাইতে আসেন। তখন তিনি বন্ধুকে আশ্বস্ত করে বলেন, ‘এইটা কোনো কথা হইলো সাহায্য? কোথায় ভর্তি হবি বল?’পরে বন্ধুটি ডায়াবেটিস হাসপাতালে ভর্তি হলে চিকিৎসার সব ব্যবস্থা করে দেন মান্না। আবেগে বন্ধুটি কান্নায় ভেঙে পড়েন। সেই মুহূর্তে নিজেও অশ্রু সংবরণ করতে পারেননি জনপ্রিয় এই অভিনেতা।মান্না স্মৃতিচারণ করে আরও বলেন, ‘ও আমাকে আপনি আপনি করে কথা বলতেছিল। ছোট বেলার বন্ধু। তখন আমার আরও বেশি খারাপ লাগতেছিল। হয়তো আমার পজিশনের জন্য বা আমি হিরো হয়ে...