শক্তি-সামর্থ্য কিংবা ইতিহাস-ঐতিহ্যে দুই দলের পার্থক্য অনেক হলেও মাঠের ফুটবলে দেখা যায় ভিন্ন চিত্র। ইসরায়েলকে হারাতে ঘাম ছুটে গেছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়তে পেরে খুশি দলটির কোচ জেন্নারো গাত্তুসো। দুই দফায় পিছিয়ে পড়া দলের হার না মানা মানসিকতারও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। তবে এই পারফরম্যান্স দিয়ে যে ভালো কিছু অর্জন করা সম্ভব নয়, ভালো করেই জানেন গাত্তুসো। তাই সবার আরও উন্নতির প্রয়োজন দেখছেন তিনি। বিশেষ করে, নিজের উন্নতিটা বেশি দরকার বলে মনে করছেন সাবেক এই মিডফিল্ডার। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সোমবার ইসরায়েলের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ম্যাচে ৫-৪ গোলে জেতে ইতালি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বল দখল, কিন্তু আক্রমণে কিছুটা এগিয়ে থাকলেও শুরুতে আত্মঘাতী গোল হজম করে বসে তারা। পরে আরেক দফায় পিছিয়ে পড়া দলটি ঘুরে দাঁড়িয়ে এক...