নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরা হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে ঢাকায় ফেরার কথা থাকলেও আন্দোলন-সংঘর্ষের কারণে সেই পরিকল্পনা স্থগিত করেছে বাফুফে।বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নেপালের পরিস্থিতির কারণে দলকে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। তবে ফুটবলাররা এখন সম্পূর্ণ নিরাপদ অবস্থানে আছেন। এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন (এএনএফএ)।বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নেপালে বর্তমান পরিস্থিতির কারণে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আজকের বাংলাদেশে যাত্রা স্থগিত করা হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নেপালে বাংলাদেশের দূতাবাস এবং এএনএফএ খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিষয়টি পর্যবেক্ষণ করছে। স্থানীয় কর্তৃপক্ষও নিশ্চিত করেছে যে আমাদের দল তাদের বর্তমান অবস্থানে সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত আছে।’এর আগে দলটির...