রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগে পরীক্ষার তিন মাস পার হলেও ফলাফল না দেওয়ায় অফিস, ক্লাসরুম এবং সেমিনারে ফের তালা দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ফলাফলের দাবিতে বিভাগে তালা দেন চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত খোলা হযনি তালা।আরো পড়ুন:বান্ধবীর ব্যালটে আগে থেকে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, শিবির বলছে ষড়যন্ত্রকুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ বান্ধবীর ব্যালটে আগে থেকে ‘ক্রস’ দেওয়ার অভিযোগ রুপাইয়ার, শিবির বলছে ষড়যন্ত্র কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিভাগের সামনে এসে ফের বিক্ষোভ করেন তারা। এ সময় ফলাফল না দেওয়া পযর্ন্ত আরবি বিভাগে শাটডাউন ঘোষণা দেন তারা। ক্লাসরুম ও অফিসে তালা থাকায় শিক্ষকরা ক্লাস নিতে পারছেন না বলে জানান বিভাগের অন্য ব্যাচের শিক্ষার্থীরা। এদিকে, বিক্ষোভ চলাকালে আরবি...