ব্রাজিলের গুরুদায়িত্বের ভার তুলে নিয়েছেন ইউরোপের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তি। মিশন ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও ভালো করছে কার্লো আনচেলত্তির দল। এরই মধ্যে কোচ আনচেলত্তির জাতীয়তা ও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে পারবেন না বলে কটুক্তি করেছেন সেলেসাওদের সাবেক কোচ আবেল ব্রাগা। ব্রাজিলের সাবেক কোচ ব্রাগা দেশের সংবাদমাধ্যমে বলেছেন, ‘আশা করছি আমি ভুল নই। আনচেলত্তি ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ব্যর্থ হবেন। কিন্তু এটা মনে করছি না তিনি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারবেন না। আমাদের আরো অপেক্ষা করতে হবে। হয়তো পরের জেনারেশন এন্ডরিক, এস্তাভো এদের নিয়ে রাজ করতে পারবো।’ ‘অবশ্য আনচেলত্তির গুণগত মান নিয়ে প্রশ্ন নেই। তাকে যারা ব্যক্তিগতভাবে চেনেন, তারা জানেন আনচেলত্তি খুব ভালো। ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপের সবকটি জয় এনে দিয়েছেন ব্রাজিলিয়ান কোচরা। আনচেলত্তির ব্রাজিলে এসে প্রথম ম্যাচটি বিশ্রী ছিল। ভয়ংকর ম্যাচটি নিয়ে...