ঢাকা: জেন-জেড বিক্ষোভকারীদের টানা বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। নিরাপত্তাজনিত কারণে বাতিলও করা হয়েছে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের (টিআইএ) সমস্ত ফ্লাইট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এ কারণে নির্ধারিত সময়ে নেপাল থেকে দেশে ফিরতে পারছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল।জানা গেছে, মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৩টায় ছিল দেশে ফেরার ফ্লাইট ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু আর আগেই সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে আটকা পড়েছেন বাংলাদেশি খেলোয়াড়রা।কাঠমান্ডুতে দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে টানা বিক্ষোভ চলছে। বর্তমানে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এ পর্যন্ত অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন এই সহিংসতায়।এরমধ্যেই প্রথম প্রীতি ম্যাচটি খেলেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচ আর আয়োজন সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন ও আয়োজক কর্তৃপক্ষ...