দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছিলেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ। জুলাই আন্দোলনের সময় সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তিনি। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর এই নেতা কাম অভিনেতাও আত্মগোপনে চলে যান। প্রায় এক বছর পর সম্প্রতি টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও অভিনেত্রী মৌসুমীকে নিয়ে প্রকাশ্যে এলেন অভিনেতা ফেরদৌস। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে এ ত্রয়ীকে দেখা গেছে। আরও পড়ুনআরও পড়ুনআমার ফুসফুস প্রায় শেষের দিকে: আরশ খান সামাজিক মাধ্যমে তাদের বেশ খোশমেজাজে দেখা যায়। এ সময় ভিডিওতে ফেরদৌস আহমেদ বলেন, এই প্রথমবার তারা একসঙ্গে নিউইর্য়কে। তিনি বলেন, এই দুই মহান নায়িকার সমন্ধে কিছু বলা যায়। আমরা তিনজন প্রচুর কাজ করেছি।...