১৭তম এশিয়া কাপের পর্দা উঠছে আজ মঙ্গলবার, যার সূচনা হয়েছিল ১৯৮৪ সালে। বাংলাদেশ প্রথম আসরে অংশগ্রহণ না করলেও ১৯৮৬ সালে দ্বিতীয় আসরে প্রথমবার অংশগ্রহণ করে। লাল সবুজরা ১৯৮৫-৮৬ সালের এশিয়া কাপ আসরে অংশ নিয়ে কোনো ম্যাচ জেতেনি। সেবার আসরটিতে অংশ নেয় বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তান। পরের সবকটি আসরে দেখা যায় লাল সবুজদের। এশিয়া কাপের তকমা না পেলেও ভারত ও পাকিস্তানের সঙ্গে তিনটি ফাইনাল হারের স্মৃতি বয়ে বেড়াতে হচ্ছে টাইগারদের। বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে। আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে এ স্ট্যাটাস এসেছিল টাইগারদের হাতে। এর আগে এই এশিয়া কাপই ছিল বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে উঁকি দেয়ার একমাত্র জানালা। ১৯৯৭ সালে অংশ নেয়া এশিয়া কাপের পঞ্চম আসরেও কোনো জয় পায়নি বাংলাদেশ। প্রথম ম্যাচ জয়ের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ১৮ বছর। ২০০৪...