আফগানিস্তান ও হংকং ম্যাচ দিয়ে সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসরের। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে আগের ফাইনাল হারের ইতিহাস ভাঙতে চান লিটন কুমার দাস। মঙ্গলবার (৯ আগস্ট) এশিয়া কাপ ট্রফি উন্মোচন শেষে সংবাদ সম্মেলনে এসে এমন মন্তব্য করেছেন এই টাইগার অধিনায়ক। তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। প্রতিবারই রানার্সআপ হয়েছে টাইগার। তাই টাইগার অধিনায়কের কাছে সহজ প্রশ্ন এবার কি ভাগ্য বদলাতে পারবে বাংলাদেশ। লিটন বলেন, এখনও চ্যাম্পিয়নশিপের স্বাদ আমরা পাইনি—কিন্তু সেটা একটা ইতিহাস। আর ইতিহাস তো ভাঙার জন্যই তৈরি হয়। ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা চেষ্টা করব দল হিসেবে কীভাবে উন্নতি করা যায়। আমিরাতে আসার আগে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। সেটাই বড় প্রেরণা লিটনের কাছে। এক...