নেপালের রাজধানী কাঠমান্ডুর অস্থির পরিস্থিতির কারণে আজ (৯ সেপ্টেম্বর) নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বিকেল তিনটার ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও দুপুর গড়িয়ে গেলেও হোটেল ছাড়তে পারেননি জামাল ভূঁইয়ারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে। সাধারণত আন্তর্জাতিক ফ্লাইট ধরতে যাত্রীদের অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছাতে হয়। কিন্তু কাঠমান্ডুর সড়কে চলমান বিক্ষোভ ও আন্দোলনের কারণে নিরাপত্তাজনিত শঙ্কায় দলকে হোটেল থেকে বের হওয়ার অনুমতি দেয়নি নেপাল ফুটবল ফেডারেশন (আনফা)। দলের সঙ্গে থাকা সাবেক ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য ইকবাল হোসেন বলেন, ‘রাস্তায়...