এক দশকেরও বেশি সময় পর প্রথমবার যুক্তরাষ্ট্রে মাঠে নামতে পারেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল মার্চ ২০২৬-এ পর্তুগালের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো জানিয়েছে—যুক্তরাষ্ট্র মার্চে পর্তুগাল ও বেলজিয়ামের সঙ্গে ম্যাচ আয়োজনের চেষ্টা করছে। ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, তবে পূর্ব উপকূলে একটি এনএফএল স্টেডিয়ামে খেলার সম্ভাবনাই বেশি। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাই খেলতে হচ্ছে না। তবে কোচ মরিসিও পচেত্তিনো চান তার খেলোয়াড়দের প্রস্তুত করতে বিভিন্ন কনফেডারেশনের প্রতিপক্ষের বিপক্ষে খেলিয়ে। দক্ষিণ কোরিয়ার কাছে শনিবার তারা ২-০ গোলে হেরেছে এবং মঙ্গলবার খেলবে জাপানের বিপক্ষে। অক্টোবর ও নভেম্বরে ইকুয়েডর, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং উরুগুয়ের বিপক্ষেও ম্যাচ নির্ধারিত। পর্তুগাল ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দুটি ফিফা মার্কিনিদের র্যাংকিংয়ের শীর্ষ ১০ দলের বিপক্ষে পরীক্ষা হয়ে...