আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এআইইউবি চ্যাম্পিয়নস লিগ (এসিএল) ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে।রোববার (০৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মঞ্জুর এইচ খান; ড. জিয়ারত এইচ খান, ডেপুটি ডিরেক্টর, স্টুডেন্ট সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার; আবু মিয়া আকন্দ তুহিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা এবং মো. জয়নাল আবেদিন, সমন্বয়ক, অফিস অব স্পোর্টস। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসনিক কর্মকর্তারা অনুষ্ঠানে যোগ দেন।নাদিয়া আনোয়ার তার উদ্বোধনী বক্তব্যে বলেন, এআইইউবি চ্যাম্পিয়ন্স লিগ কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিক্ষার্থীদের দলগত চেতনা ও খেলাধুলার মনোভাব গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।তিনি অফিস অব স্পোর্টস, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী দলগুলোকে আন্তরিক ধন্যবাদ জানান।এবারের আসরে অংশ নিচ্ছে...