শেষ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। কয়েকটি কেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে ভোট। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলে বিকেল ৪টা পর্যন্ত। জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন প্রার্থীরা। দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। ভোটকে কেন্দ্র করে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় ক্যাম্পাস এলাকায়। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে উৎসবের আমেজ। অনেকটা সংসদ নির্বাচনের মতোই চলে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে ভোটগ্রহণে শিক্ষার্থীরা অংশ নেন। ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে লম্বা লাইনে দাঁড়িয়ে স্বত:স্ফুর্তভাবে পছন্দের প্রার্থীকে ভোট দেন ভোটাররা। ভিপি, জিএস, এজিএসসহ ৪১টি পদে ইতিমধ্যে সব প্রার্থীরা তাদের ভোট দিয়েছেন। ভোট দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দুই-একজন প্রার্থী লাইনে দাঁড়ানো...