ডাকসু নির্বাচনে অমর একুশে হলের একটি বুথে আগে থেকেই পূরণ করা একটি ব্যালট পেপার ভোটারকে দেওয়ার ঘটনা ঘটেছে। ওই পেপারটি ছিল হল সংসদের। এ ঘটনার পর দায়িত্বরত পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া পোলিং অফিসারের নাম জিয়াউর রহমান। তিনি বলছেন, এটি একটি অনিচ্ছাকৃত ভুল। একুশে হলের ছাত্রদের জন্য ভোট কেন্দ্রটি কার্জন হলের দোতলায়। পূরণকৃত ব্যালট সরবরাহের ঘটনা শোনার পর কেন্দ্র পরিদর্শনে যান রিটার্নিং কর্মকর্তা। ঘটনার সত্যতা পাওয়ায় তিনি তাৎক্ষণিক জিয়াউর রহমানকে প্রত্যাহার করেন। পোলিং অফিসারকে প্রত্যাহারের বিষয়টি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরও। উপপরিচালক ফররুখ মাহমুদ সাংবাদিকদের বলেন, বুথে একজন ভোটারকে মোট ছয়টি ব্যালট পেপার দেওয়া হয়। এর মধ্যে পাঁচটি কেন্দ্রীয় সংসদ ও একটি হল সংসদের। অমর একুশে হলের বুথে এক ভোটারকে ভুল করে সাতটি ব্যালট পেপার দেওয়া...