গুগল তাদের এআই সেবা জেমিনাই বিনামূল্যে ব্যবহারের সীমা নিয়ে স্পষ্ট ঘোষণা দিয়েছে। এতদিন ব্যবহারকারীদের মধ্যে কোন প্ল্যানে কতটা ব্যবহার করা যাবে এ নিয়ে বিভ্রান্তি ছিল। আগে শুধু অস্পষ্টভাবে বলা ছিল, “নির্দিষ্ট সময়ের মধ্যে প্রম্পট বা কিছু ফিচারের ব্যবহার সীমিত করা হতে পারে”। নতুন নিয়ম অনুযায়ী, ফ্রি অ্যাকাউন্ট ব্যবহারকারীরা প্রতিদিন সর্বোচ্চ পাঁচটি প্রম্পট ব্যবহার করতে পারবেন। অন্যদিকে এআই প্রো প্ল্যানে এই সীমা বাড়িয়ে একশটি প্রম্পট করা হয়েছে। সবচেয়ে উন্নত এআই আল্ট্রা প্ল্যানে প্রতিদিন সর্বোচ্চ পাঁচশ প্রম্পট ব্যবহার করা যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ভার্জ। ফ্রি ব্যবহারকারীরা আরও পাবেন প্রতিদিন পাঁচটি ডিপ রিসার্চ রিপোর্ট এবং সর্বোচ্চ একশটি এআই-জেনারেটেড ছবি তৈরির সুযোগ। তবে যদি এর চেয়ে বেশি ছবি বানাতে চান তাহলে নিতে হবে প্রো বা আল্ট্রা প্ল্যান যেখানে প্রতিদিন সর্বোচ্চ এক হাজার...