ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ অবাধ ও স্বচ্ছভাবে হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে সিনেট ভবনের তিনটি ভোটকেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য। তিনি জানান, ইতোমধ্যেই বেশিরভাগ কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, নির্বাচনের শেষ সময়ে চারটার পরও যেসব শিক্ষার্থী লাইনে থাকবেন, তাদের ভোট নেওয়া হবে। উপাচার্য বলেন, ‘কার্জন হলে একটি ছোট ধরনের ভুল হয়েছে, যা সঙ্গে সঙ্গে সংশোধন করা হয়েছে। তবুও আমরা ঘটনার পুনঃতদন্ত করব এবং যাদের কোনো ভূমিকা পাওয়া যায়, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, কার্জন হলে এক ভোটারকে ভুলবশত দুটি ব্যালট দেওয়ার ঘটনা ঘটে, যার পর পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়।...