নির্বাচনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নিরাপত্তায়ও রয়েছে বাড়তি কড়াকড়ি। উপাচার্য্য জানিয়েছেন, কিছু অভিযোগ উঠলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ-ডাকসুর বহুল আলোচিত নির্বাচন। সকাল আটটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিচ্ছিন্ন কিছু অভিযোগ থাকলেও ভোটের পরিবেশকে শান্তিপূর্ণ বলছেন প্রার্থীরা। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য তাদের। তবে আগে ভাগে ভোট দিয়ে ব্যালট পেপার বাক্সে রাখার মতো গুরুতর অভিযোগও উঠেছে। দীর্ঘদিন পর ভোট উৎসবে মেতে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেন্দ্রের সামনে দীর্ঘ লাইনে দাড়িয়ে থেকে ভোট দিচ্ছেন। ভোটের নির্ধারিত সময় বিকেল চারটা, তবে কেন্দ্রগুলোতে ভোটার থাকা পর্যন্ত ভোট নেয়া হবে। এদিকে, অমর একুশে হলের ভোটকেন্দ্রে এক শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে দুটি ব্যালট পেপার দেয়ায় এক...