ঢাকা : মঙ্গলবার দিল্লি হাইকোর্টে আবেদন করেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। কিন্তু আচমকা কেন আদালতের দ্বারস্থ বচ্চন বধূ? জানা গিয়েছে নিজের 'ব্যক্তিত্বের অধিকার' কার্যকর করার দাবি জানিয়েছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী। লাইভ ল-এর রিপোর্ট অনুসারে, নায়িকার আইনজীবী আদালতে তাঁর ছবিগুলি অনুমোদন ছাড়াই ব্যবহার করার বিবরণ জমা দিয়েছেন। এবং তাঁর ছবি, নাম কিংবা কণ্ঠস্বর কোনও রকম ব্যবসায়িক উদ্দেশ্যে ব্যবহার যাতে না করা যায় সেই আবেদন জানিয়েছেন।প্রসঙ্গত, গত বছরই একই আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অমিতাভ বচ্চন। এরপর গত ২৫শে নভেম্বর থেকে অমিতাভের কন্ঠস্বর কিংবা ছবি বিনা অনুমতিতে ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়।অভিনেত্রীর আইনজীবী সন্দীপ শেঠিও সোশ্যাল মিডিয়ায় নায়িকার সে সকল এআই-জেনারেটেড কনটেন্ট ঘুরে বেড়াচ্ছে তা আদালতের সামনে রাখেন। সূত্রের খবর সেখানে স্পষ্ট বলা হয়েছে, ‘তাঁরা ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে অর্থ সংগ্রহ করছে।...