ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে টিএসসি কেন্দ্রে সহকারী প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে টিএসসি এলাকায় হট্টগোল তৈরি হয়েছে। ছাত্রদলের অভিযোগ, টিএসসি কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তারা ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের পক্ষে কাজ করছেন। সরেজমিনে দেখা যায়, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন, ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী তানভীর বারী হামীম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওনসহ বেশ কয়েকজন সহকারী প্রক্টর শেহরীন আমিন মোনামীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছেন। এই সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মার্জিয়া রহমানসহ একাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতারা অভিযোগ করেছেন, ছাত্রশিবিরের পক্ষে বুথের একশ মিটারের মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীদের নাম ও ব্যালট সংবলিত লিফলেট বিলি করার সুযোগ দিলেও ছাত্রদলকে এমন সুযোগ দেওয়া হচ্ছে না। এক পর্যায়ে ছাত্রদল...