নেপালে স্থানীয় সময় আজ দুপুর ৩টায় টিম হোটেল থেকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা দেওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। কিন্তু নেপালে তরুণদের বিক্ষোভ আরও ভয়াবহ রুপ নেওয়ায় ত্রিভুবনের সব ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সেজন্য বাংলাদেশ ফুটবল দলেরও আজ দেশে ফেরা অনিশ্চিত। আজ দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বাংলাদেশ দলের সঙ্গে আছেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফে নির্বাহী সদস্য ইকবাল হোসেন। কাঠমান্ডু থেকে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এখানকার পরিস্থিতি খুবই খারাপ। আমারা যেখানে আছি তার আশেপাশেও বিক্ষোভ চলছে। পাশেই একটা বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। ফুটবলাররা কেউ বের হতে পারেনি। সবাই টিম হোটেলেই আছে।’ বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের...