আজ মাঠে গড়াচ্ছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। বাংলাদেশ সেই মিশন শুরু করবে আগামী ১১ সেপ্টেম্বর। প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হংকং। শক্তি-সামর্থ্য, র্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান সবদিক থেকেই এগিয়ে বাংলাদেশ। ভক্তরাও সেই আশা করছেন। তবে ম্যাচের একদিন আগে বাংলাদেশকে অনেকটা হুমকিই দিয়ে রাখলেন হংকংয়ের ক্রিকেটার নিজাকাত খান। বাংলাদেশি গণমাধ্যমের মুখোমখি হয়ে অলরাউন্ডার নিজাকাত বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো আতঙ্ক নেই। আপনি যদি নির্দিষ্ট দিনে ভালো খেলেন, তাহলে আপনিই জিতবেন।’ হংকংয়ের চেয়ে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। আইসিসির পূর্ণ সদস্যের দেশ বাংলাদেশ। অন্যদিকে সহযোগি দেশ হংকং। ক্রিকেট অঙ্গনে তাই তাদের ছোট দল বলেই বিবেচনা করা হয়। সেই কথার বিপরীতে গিয়ে লড়াইয়ের হুঙ্কার দিয়ে রাখলেন নিজাকাত খান। হংকংয়ের এই অলরাউন্ডার বলেন, ‘আপনি শক্তিশালী বা দুর্বল দলের সাথে খেলছেন, সেটা ম্যাটার করে না। অতীতেও এমন হয়েছে,...