ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম এবং জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের নামের ব্যালটে আগে থেকেই মার্কিং দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগটিকে ‘নাটক’ বলে মন্তব্য করেছেন ফরহাদ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উমামা ফাতেমার প্যানেল থেকে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে নির্বাচন করা রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা এ অভিযোগ করেন। সকাল দশটা নাগাদ ঘটনাটি ঘটে। তিনি বলেন, আমার বান্ধবীকে রোকেয়া হলের এক নম্বর টেবিল থেকে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে, সাদিক কায়েম ও এস এম ফরহাদের নামের পাশে আগে থেকেই ক্রস দেওয়া ছিল। ব্যালট পেপার ভুলভাল দেওয়ার পর উল্টো তাকেই প্রশ্ন করা হচ্ছে। এখন টেবিল নম্বর ১-কে ধরা হোক, কেন তারা এটা করেছে। এই ঘটনার পর শ্রেষ্ঠা সরাসরি তার...