নিয়ম ভেঙেছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান, সাতসকালে এমন একটা কথাই বলেছিলেন রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক। তবে নির্বাচনী আচরনবিধিতে দেখা গেছে, আবিদুল নিয়ম ভাঙেননি, রিটার্নিং কর্মকর্তাই ভুল বলেছিলেন। ঘটনার সূত্রপাত আজ সকাল ৯টা নাগাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে গিয়েছিলেন ছাত্রদল প্যানেলের ভিপি আবিদুল। সেখানে জগন্নাথ হলের শিক্ষার্থীদের ভোট কেন্দ্রে যান তিনি। এই ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ছিলেন কাজী মোস্তাক গাউসুল হক। তিনি আজ সকালে সংবাদ মাধ্যমকে বলেছিলেন, ‘প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের কোনো সুযোগ নেই।’ এছাড়াও তিনি জানান, তিনি জহুরুল হকের কেন্দ্রে ছিলেন বলে বিষয়টা দেখেননি। পরে তিনি জানান, তার জগন্নাথ হলে যাওয়ার পর এমন কাউকে পাননি তিনি। তিনি জানান আর কাউকে ঢুকতেও দেওয়া হবে না। অথচ নির্বাচনী আচরণবিধিতেই বলা আছে,...