গাঁজা ও তামাক ফুসফুসকে ভিন্নভাবে ক্ষতি করে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। নিউজিল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ ওটাগো’র নতুন এক গবেষণায় উঠে এসেছে, গাঁজা ও তামাক উভয়ই মানবদেহের ফুসফুসের ক্ষতি করে। তবে এরা তা করে ভিন্ন ভিন্ন উপায়ে। বর্তমানে গোটা বিশ্বে যখন গাঁজার ব্যবহার আরও সাধারণ হয়ে উঠছে তখন এ গবেষণাকে ‘যুগান্তকারী’ বলে প্রতিবেদনে লিখেছে বিজ্ঞানভিত্তিক সাইট নোরিজ। এ গবেষণার লেখক ও ‘ইউনিভার্সিটি অফ ওটাগো’র অধ্যাপক বব হ্যানকক্স বলেছেন, দীর্ঘ সময় ধরে গাঁজা সেবনের ফলে ফুসফুস অতিরিক্ত ফুলে যায় এবং বায়ু চলাচলের পথে আরও বাধা তৈরি হয়, যেটি তামাকের ক্ষতির চেয়ে বেশি। গাঁজা ফুসফুসের অক্সিজেন শোষণের সক্ষমতাও কমিয়ে দেয়, যা আগে কেবল তামাক সেবনের কারণে হয় বলে মনে করা হত। গবেষণায় ‘ডুনেডিন মাল্টিডিসিপ্লিনারি হেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডি’র তথ্য ব্যবহার করেছেন গবেষকরা,...