ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচন ঘিরে ঢাবির চারপাশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো ক্যাম্পাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাবির প্রবেশমুখে হাইকোর্ট, শাহবাগ, নীলক্ষেত, পলাশীর মোড়ে এই চিত্র দেখা যায়। সকাল থেকে ঢাবির সব প্রবেশপথের চিত্রগুলো তুলে ধরেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ। প্রত্যেকটি প্রবেশমুখে আইডি কার্ড চেক করে শিক্ষার্থীদের ঢুকতে দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিপাকে পড়েছেন ঢাকা মেডিকেলের রোগীরা। জরুরি প্রয়োজনে যেতে দেওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ও ঢাবির শিক্ষকদের...