ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে, যা শেষ হবে বিকেল ৪টায়। এখন চলছে ভোটগ্রহণের শেষ সময়। শেষ মুহূর্তে কেন্দ্রের সামনে ভোটার প্রায় নেই বললেই চলে। প্রার্থীদের সমর্থকরা ছাতক পাখির মতো অপেক্ষা করছেন একজন ভোটারের আশায়। হঠাৎ কেউ ভোট দিতে এলে তাকে ঘিরে ধরছেন চারদিক থেকে। যেন হাতে সোনার হরিণ এসে ধরা দিয়েছে। কেউ দৌড়ে এসে বুকে জড়িয়ে ধরছেন, কেউবা কানে কানে প্রার্থীর নাম ফিসফিস করে বলছেন, আবার কেউ হাতে ধরিয়ে দিচ্ছেন স্লিপ। ভোটারও হাসিমুখে সব গ্রহণ করে নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছেন ভোটকেন্দ্রের ভেতরে। এভাবেই চলছে শেষ সময়ের ভোটগ্রহণ। সকালে ভোটারদের উপস্থিতি ছিল বেশ ভালো। তবে দুপুর গড়াতেই উপস্থিতি...