জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে বাগছাস সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরাম প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু তৌহিদ মোহাম্মদ সিয়ামের বিরুদ্ধে। রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের গেস্টরুমে সিয়াম প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থীকে নিয়ে বৈঠক করেছেন বলে নিশ্চিত করেছেন হলের একাধিক শিক্ষার্থী। তাদের অভিযোগ, জিএস প্রার্থী সিয়াম গেস্টরুমের দরজা বন্ধ করে ভোট চাওয়া ও নির্বাচনী প্রচারণা চালান। অথচ নির্বাচনী আচরণবিধির ৭(খ) ধারায় বলা হয়েছে— নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ২৫ জনের বেশি শিক্ষার্থীর সমাবেশ করা যাবে না। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তারক্ষী জানান, “গতকাল রাতে গেস্টরুমে কিছু শিক্ষার্থী একত্রিত হয়ে মিটিং করছিল। পরে বাইরে বের হয়ে হট্টগোলের মতো পরিস্থিতি তৈরি করে।” শিক্ষার্থীদের...