এই প্রথম এক ভারতীয় ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজন্তি বিভাগে সেরা পরিচালকের সম্মান পেলেন। শহুরে বাংলা নয়, পুরুলিয়ার অনুপর্ণা রায় তার মেঠো বাংলাকেই বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান। অনুপর্ণা রায় কোনো ফিল্ম স্কুলে যাননি। সাহিত্য নিয়ে পড়াশোনো করেছেন। শহরের চাকচিক্য নয়, পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণাকে আকর্ষণ করে গ্রামের আঞ্চলিক মেঠো উচ্চারণ। তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি, 'সংস অফ ফরগটেন ট্রিজ'-এর জন্য ৮২ তম ভেনিসচলচ্চিত্র উৎসবেওরিজন্তি বিভাগে সেরা পরিচালকের সম্মান পেয়ে সবে মুম্বই ফিরেছেন তিনি। তিনিই প্রথম ভারতীয় পরিচালক যিনি এই সম্মান পেলেন। ফিরেই ডিডাব্লিউকে শোনালেন কেন স্বাধীন চলচ্চিত্র নির্মাণের উপরে তার অগাধ আস্থা। সোমবার, মুম্বই ফিরেছি। কলকাতা ফেরার কথা ভাবছি। বিএফআই লন্ডনে আমাদের সিনেমা একটা খুব বড় অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে। ফলে ৮ অক্টোবরের মধ্যে আমাকে আবার লন্ডন যেতে হবে। পুজোয়...