ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু শিক্ষার্থীদের ভোট দিতে আসার আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটার দিকে একটি ফেসবুক পোস্টে তিনি এ আহ্বান জানান। তিনি লিখেছেন, “গণ্ডগোলের ভয়ে লোক কমে যাচ্ছে। প্লিজ ভোট দিতে আসেন সবাই। ভোটার টার্ন আউট লাগবে। যারে খুশি ভোট দেন। ” মঙ্গলবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে, বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। নির্বাচনে একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হবে; কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি পদে। ডাকসুতে...