কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমের (৪৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুমিল্লার পুলিশ সুপার কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।আরো পড়ুন:আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমাঅভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই: আবিদ আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তবে জয়ের ব্যাপারে আশাবাদী: উমামা ফাতেমা অভিযোগ করলে অনেক করা যায়, আমরা সুষ্ঠু নির্বাচন চাই: আবিদ আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গতকাল সোমবার পুলিশ সুপার আশ্বস্ত করেছিলেন ১২ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তার করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সেই সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তারা কোনো তথ্য পাননি। তারা জানান, যদি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মা নিজ বাসায় নিরাপদ না...