ঢাকা: যুক্তরাষ্ট্রে ক্রমেই বাড়ছে চাগাস রোগের সংক্রমণ, যা সাধারণভাবে কিসিং বাগ রোগ হিসেবে পরিচিত। গবেষকরা বলছেন, এটি এখন দেশটির একটি স্থানীয় (এন্ডেমিক) রোগ হিসেবে বিবেচনার দাবি রাখে।ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও টেক্সাস স্টেট হেলথ সার্ভিসের গবেষকদের সমন্বয়ে পরিচালিত এক গবেষণায় উঠে এসেছে, যুক্তরাষ্ট্রের অন্তত ৩১টি রাজ্যে কিসিং বাগের উপস্থিতি পাওয়া গেছে। টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের কিসিং বাগ কমিউনিটি সায়েন্স প্রোগ্রামের আওতায় পাওয়া প্রায় ১০ হাজার রিপোর্টের মধ্যে পরীক্ষিত বাগের অর্ধেকেই চাগাস রোগের জীবাণু পাওয়া গেছে।গবেষকদের মতে, এসব সংক্রমণ আন্তর্জাতিক ভ্রমণ থেকে নয়, বরং দেশীয়ভাবেই ঘটছে। এখন পর্যন্ত ৮টি রাজ্যে মানুষের মধ্যে স্থানীয়ভাবে সংক্রমণের প্রমাণ মিলেছে।কিসিং বাগ কী?কিসিং বাগ এক ধরনের নিশাচর রক্তচোষা পোকা। এটি মানুষ, গৃহপালিত ও বন্যপ্রাণীর রক্ত খায়।পোকাটি সাধারণত ১/২ থেকে ১...