উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো ছাত্র সংসদ নির্বাচন হওয়ায় সবার চোখ এখন ডাকসুর দিকে। ব্যতিক্রম নন রাজনীতিবিদরাও। এর মধ্যেই এ ভোট ঘিরে নিজের মতামত জানান দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। পোস্টে মাসউদ লিখেছেন, হে ঢাবি, ভোট দেওয়ার আগে একবার ভাইবেন ৫ তারিখের আগে কাদের আপনারা চিনতেন, কাদের পাশে পেয়েছিলেন, কারা আপনাদের দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে মাইর খেয়েছে, জেল খেটেছে। ভাবুন, তারপর ভোটটা দিয়েন।’তিনি আরও লেখেন, ৫ তারিখের আগে যারা লুকিয়ে ছিল, শিক্ষার্থীরা যখন নির্যাতিত হচ্ছিল ছাত্রলীগ কর্তৃক তখন যারা ছাত্রলীগেরই মিছিলে যেত- তাদের ভোট দেওয়ার আগে আরেকবার ভাবুন। অতোটা অপরিণামদর্শী হইয়েন না। নোট:...