ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে। এ সময় সিনেট ভোটকেন্দ্রে হট্টগোলের ঘটনা ঘটে। জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী আরাফাত চৌধুরী ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদপ্রার্থী মাহমুদ হাসান সিনেট ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হট্টগোলের পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট এবং জোরপূর্বক কেন্দ্রে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছিলেন। এতে বাধার মুখে পড়েন তারা। এ সময় রিটার্নিং কর্মকর্তা গোলাম রব্বানি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে তিনি ওই দুই প্রার্থীকে কেন্দ্র থেকে বের করে দেন। উল্লেখ্য, সিনেট কেন্দ্রে মহসীন হল, এফ রহমান হল ও বিজয় ৭১ হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন। এদিকে, কার্জন...