‘দ্বিতীয় সংসদ নির্বাচন’ হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। এই নির্বাচনের ঐতিহাসিক ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী একাধিক গণ–অভ্যুত্থান ও সংগ্রামে ডাকসু গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছে। স্বাধীনতার আগে ৩৬ বার এবং স্বাধীনতার পরে স্বাধীন বাংলাদেশে ৭ বার হয়েছে ডাকসু নির্বাচন। ডাকসুতে নেতৃত্ব দেওয়া নেতারা বাংলাদেশের রাজনীতিতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।আরো পড়ুন:বিকেল ৩টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশডাকসু নির্বাচনে লাইভ করার সময় সাংবাদিকের মৃত্যু বিকেল ৩টা পর্যন্ত টিএসসি কেন্দ্রে ভোট পড়েছে ৬৩ শতাংশ শুরু থেকেই ডাকসুতে পরোক্ষ নির্বাচন হতো। ডাকসুতে প্রত্যক্ষ নির্বাচন চালু হয় ১৯৭০ সালে। স্বাধীনতার পরে ডাকসুতে প্রথম ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম এবং জি এস হন মাহবুব জামান। ১৯৭৪ থেকে ১৯৭৮ ডাকসু নির্বাচন হয়নি। ১৯৭৯-৮০ শিক্ষাবর্ষে ভিপি হন মাহমুদুর...