ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেছেন, “আপনার সন্তান কি ছাত্ররাজনীতি করে? আপনি যদি বিএনপি করেন, আপনার ছেলে কি ছাত্রদল করে? যদি জামায়াত করেন, তাহলে আপনার ছেলে কি ছাত্রশিবির করে? কোনোভাবে ইন্টার পাশ করিয়ে ওদেরকে বিদেশ পাঠিয়ে দেন। আপনার নিজের ছেলেমেয়েকে ভালোবেসে নিরাপদে বিদেশে পাঠান, আর এদিকে অন্যের ছেলেমেয়েকে রাজপথে নামিয়ে দিয়ে দেশ রক্ষার নাটক করেন।” তিনি বলেন, “এই ভণ্ডামির একটা সীমা থাকা উচিত। এই দেশে যেসব শহীদ হয়েছে, শুধু যদি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে একজন করে রাজপথে নামে, তাহলে কী পরিস্থিতি হতো তা চিন্তা করে দেখুন।” শরিফ হাদি আরও বলেন, “যদি কোনো আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে, তখন সেটা ‘মব’ বলে অপবাদ দেওয়া হয়। অথচ যখন সেই একই রকম আন্দোলন সরকারের প্রতিপক্ষের বিরুদ্ধে হয়, তখন সেটাই ‘মুক্তিযুদ্ধ’ হয়ে যায়।” একজন...