নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ঢাকায় ফিরতে পারছেন না বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাঠমান্ডু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দলের ঢাকায় ফেরার কথা থাকলেও তা স্থগিত হয়েছে। বাফুফের মিডিয়া বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বিকেল ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে। দলীয় ম্যানেজার আমের খান জানান, কাঠমান্ডুর পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হওয়ায় তারা বিমানবন্দরে যাননি। তিনি বলেন, আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট দিয়ে এয়ারপোর্টে...