ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। আটটি ভোটকেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। উৎসাহ-উদ্দীপনার সঙ্গে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডাকসু নির্বাচনের আমেজ ছুঁয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদেরও। তাদের মধ্যে অনেকেই আছেন শোবিজের তারকা। যাদের একজন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। ডাকসু নির্বাচন নিয়ে তিনি আক্ষেপমাখা এক পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, ‘চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। ছাত্রাবস্থায় কখনও ডাকসু নির্বাচন পাইনি বলে একটা আক্ষেপ আছে।’ এরপর তিনি যোগ করেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।’ বেলাল খান ব্যাংকে চাকরির মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন। পরবর্তী সময়ে চাকরি ছেড়ে গানকেই পেশা হিসেবে বেছে নেন। শুরুতে ‘প্রাচীর’ নামের একটি ব্যান্ড গঠন করেন। ২০১২ সালে প্রকাশিত হয় বেলাল খানের প্রথম...