০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৭ পিএম বাংলাদেশি জনপ্রিয় তারকা অভিনেত্রী নুসরাত ফারিয়ার লুক নিয়ে ভক্তদের আগ্রহের যেন শেষ থাকে না। ফ্যাশন আর স্টাইলের দুনিয়ায় রয়েছে তার আধিপত্য। আজ অভিনেত্রীর জন্মদিনে দেখে নেওয়া যাক আলোচিত সেরা কিছু নজরকাড়া লুক। এখানে নুসরাত ফারিয়া পরেছেন বেবি পিঙ্ক শাড়ি-প্রাণিত পোশাক। খোলা চুল, বড় করে আঁকা আবেদনময় গোলাপি ঠোঁট, বুক, গলাসহ সব জায়গায় শিমার ইফেক্ট দেওয়া সফট গ্ল্যাম মেকআপ জাহিদ খান ব্রাইডাল মেকওভারের করা। উজ্জ্বল বেগুনির জামরঙা শেডের স্কার্ট পরেছেন নুসরাত ফারিয়া। সঙ্গে রয়েছে বেশ বোল্ড কাটের সিকুইনের মেটালিক শেডের টপ। ওপরে বেগুনি শিয়ার ফেব্রিকের জ্যাকেটে লেয়ারিং করেছেন। খোলা চুলে নুসরাত সবসময়ই আবেদনময়ী। অভিনেত্রী পরেছেন দেশীয় বিলাসবহুল ক্লদিং ব্র্যান্ড মেহের-এর নজরকাড়া কালো গাউন। শুধু পোশাকের কথা বললেই হবে না।...