ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ছাত্রশিবিরের সমর্থন পেয়েছেন। নিজেদের নেতাকর্মীদের কাছে সরবরাহ করা এক তালিকায় তারা এবি জুবায়ের এবং মোসাদ্দেক ইবনে আলী মোহাম্মদকে সমর্থন দিতে দেখা গেছে। নির্বাচনের আগে কোন প্যানেলে কোন প্রার্থীদের ভোট দেবেন, দলের নেতাকর্মীদের কাছে এমন প্রার্থী তালিকা দিয়েছে ছাত্রশিবির। তালিকায় সমাজসেবা সম্পাদক পদে এবি জুবায়েরকে ভোট দিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে। এই পদে ছাত্রশিবিরের ঘোষিত প্যানেলে শরিফুল ইসলাম মুয়াজ নির্বাচন করছেন। অন্যদিকে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ছাত্রশিবির নেতাদের মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ভোট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই পদে শিবিরের ঘোষিত প্যানেলের প্রার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির। তবে দলের ‘সদস্য’ পদক্রমের এক নেতা বাংলানিউজকে জানিয়েছেন, এই নির্দেশনা কেবল সাথী পর্যায় পর্যন্ত...