২০২৬ বিশ্বকাপ নিয়েই লিওনেল মেসির শেষ অধ্যায় হবে কি না, তা নিয়ে ভক্তদের মনে দীর্ঘদিন ধরেই প্রশ্ন। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড নিজেও বারবার জানিয়েছেন, বয়স ও শারীরিক অবস্থার কারণে তিনি নিশ্চিত নন টুর্নামেন্ট শেষে আর জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন কি না। তবে এবার তার দীর্ঘদিনের সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া দিলেন আশার আলো।টিওয়াইসি স্পোর্টসে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া মত প্রকাশ করেন, মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো শেষ হয়নি। আর্জেন্টাইন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লিও এখনো অবসর নেয়নি। এটা শুধু শেষ হোম কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সামনে তার জন্য বিশ্বকাপ আছে, আর নিশ্চয়ই আরও কিছু ম্যাচ খেলবে। আমার কাছে এটা কোনো বিদায় নয়। সে এখনো আমাদের সঙ্গেই আছে, এ কারণেই আমি শেষ ম্যাচে বিদায়ী হিসেবে যাইনি।’মেসির সর্বশেষ হোম ম্যাচটি ছিল ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ...