০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪১ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সিনেট ভবন কেন্দ্রে হঠাৎ উত্তেজনা দেখা দিয়েছে। একপক্ষ নিয়ম ভঙ্গের অভিযোগ তুললে সেখানে হট্টগোল দেখা দেয়। এ সময় রিটার্নিং অফিসারসহ প্রশাসনের লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা ব্যাপক উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিচ্ছেন। তবে নিয়ম না মেনে কেন্দ্রের সামনে এখনও ভোট চাইছেন প্রার্থীরা। সকাল থেকে কয়েকটি কেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক প্রার্থী ও ভোটার। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে এদিন কোনো প্রচারণা করা যাবে না। তবে এমন নিয়ম মানছেন না অনেক প্রার্থী। সরেজমিনে দেখা যায়, ভোটারদের...