ডাকসু নির্বাচনে 'আচরণবিধি লঙ্ঘনের' পাল্টাপাল্টি অভিযোগ করেছেন তিনটি প্যানেলের ভিপি ও জিএস প্রার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা ৫০ মিনিটে টিএসসি কেন্দ্রের সামনে বৈষম্যবিরোধী ছাত্র সংসদ-বাগছাস সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদের এবং জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, নির্বাচনে 'দলীয় প্রভাব' তৈরি করে ছাত্রদল ও শিবিরের প্রার্থীরা নির্বাচনী 'আচরণবিধি লঙ্ঘন' করলেও প্রশাসন 'নিরব'। পাশাপাশি নির্বাচনে 'ভোট কারচুপি'র মত ঘটনাও ঘটছে বলে তাদের অভিযোগ। আবু বাকের মজুমদার বলেছেন, তাদের এই অভিযোগ নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানানো হয়েছে। কিছুক্ষণ পর টিএসসি কেন্দ্রে সামনে আসেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তিনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ 'ভিত্তিহীন' মন্তব্য করে পালটা অভিযোগ করেন। আবিদ বলেন, "টিএসসি কেন্দ্রে রোকেয়া হলের এক শিক্ষার্থী ভোট দিতে গিয়ে দেখেন, তার ভোট আগেই সাদিক কায়েম ও এস এম ফরহাদকে দেওয়া হয়ে...