আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের ১৭তম আসরটি হতে যাচ্ছে টি-টোয়েন্টি সংস্করণের। এবারের মহাদেশ সেরার লড়াইয়ে নামছে আট দল। প্রায় তিন সপ্তাহব্যাপী এ টুর্নামেন্টের পর্দা নামবে আগামী ২৮ সেপেম্বরের শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে। সেদিন কার হাতে শিরোপা উঠবে, টুর্নামেন্ট শুরুর আগ থেকেই এ নিয়ে শুরু হয়েছে নানান হিসাব-নিকাশ। বিভিন্ন দলের শক্তি-দুর্বলতা টেনে একেকজন শিরোপার দৌড়ে একেক দলকে এগিয়ে রাখছেন। শক্তি-সামর্থ্যের বিচারে সম্ভাবনা বেশি কার? টি-টোয়েন্টিতে মুহূর্তের ভেলকিতেই তো ম্যাচের দৃশ্যপট বদলে যেতে পারে। সেই ভেলকি দেখাতে পারেন কারা? টুর্নামেন্টের আলো কেড়ে নিতে পারেন কারা? এক নজরে দেখে নেওয়া যাক। এবারের এশিয়া কাপে সবচেয়ে বড় ফেবারিটের তকমা এ টুর্নামেন্টে ৮ বারের চ্যাম্পিয়ন ভারতের গায়ে। বিশেষ করে দলটার দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং লাইন আপের কারণে এগিয়ে...