নেপাল সফর শেষ হলেও এখনো দেশে ফিরতে পারছেন না জামাল ভূঁইয়ারা। কাঠমান্ডুর বৈরী পরিস্থিতির কারণে হোটেলেই আটকে আছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। নির্ধারিত সময়ে বিমানবন্দরে যেতে না পারায় আজ বিকেলের ফ্লাইটে ঢাকায় ফেরা নিয়ে তৈরি হয়েছে বড়সড় অনিশ্চয়তা।আজ (মঙ্গলবার) স্থানীয় সময় বিকেল ৩টায় ছিল জামালদের দেশে ফেরার ফ্লাইট। নিয়ম অনুযায়ী অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো বাধ্যতামূলক। কিন্তু রাস্তায় বিক্ষোভ ও অনিশ্চিত পরিস্থিতির কারণে এখনো হোটেল ছেড়ে বের হতে পারেনি দল। এক কর্মকর্তা কাঠমান্ডু থেকে জানিয়েছেন, ‘রাস্তায় আন্দোলনের কারণে বের হওয়ার অনুমতি মেলেনি। শোনা যাচ্ছে বিমানবন্দরও আংশিক বন্ধ রয়েছে।’এমন অবস্থায় বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কমিটি সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে দলকে নিরাপদে ফিরিয়ে আনার। বাফুফে ঢাকায় বসে নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছে। সকালেই ফ্লাইটের টিকিট নিশ্চিত করে হোটেল থেকে চেক...