ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) সংবাদ সংগ্রহের সময় অসুস্থ হয়ে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। ৪০ বছর বয়সী তরিকুল ইসলাম শিবলী চ্যানেল এস এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো, ফারুক বলেন, “দুপুরের দিকে তাকে মৃত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।” চ্যানেল এস ফেইসবুকে এক ফটো কার্ডে শিবলীর মৃত্যুর খবর জানিয়ে লিখেছে, সংবাদ সংগ্রহের সময় ‘স্ট্রোক করে’ মারা গেছেন...