অধ্যাপক ড. নাসরিন সুলতানা (বায়ে) ও রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট চলাকালীন সময়ে আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঐ প্রার্থীর অভিযোগ তার পরিচিত এক ভোটার বুথে গিয়ে ভোট দেয়ার সময় দেখেন আগেই সাদিক কায়েম এবং এস এম ফরহাদের পক্ষে ক্রস দেয়া হয়ে গেছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ড. নাসরিন সুলতানা বলেন, "অভিযোগের পর আমরা সবগুলো ব্যালট পেপার চেক করেছি। কোথাও এমন সমস্যা পাইনি। অভিযোগকারী ব্যালট প্যাপার হাতে নিয়েই এটি বলতে পারবেন। কিন্তু তিনি বুথে গিয়ে কিছুক্ষণ থেকে তারপর ফিরে এসেছেন। এমন অভিযোগ নেয়ার কোনো সুযোগ নেই। তারপরও আমরা তাকে একটি ফ্রেশ ব্যালট প্যাপার দিয়েছি।" ড. নাসরিন সুলতানা বলেন, আমাদের ইতোমধ্যে ৫০ শতাংশ ভোট কাস্ট...