গ্রামের মাটিতে বিদেশি সম্মানের ছাপ রেখেছেন নওয়াব মিয়ার ১৯০৮ সালে জন্ম নেওয়া আবদুর রউফ ছিলেন এক অনন্য ব্যক্তিত্ব। কলকাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তিনি পাড়ি জমান আমেরিকায়, ওরেগন ইউনিভার্সিটি থেকে উচ্চশিক্ষা নিয়ে ফিরে আসেন মাতৃভূমিতে। ১৯৫৯ সালে তিনি পান ‘ওরেগন অ্যাম্বাসেডর টু পাকিস্তান’ খেতাব যা আজও গর্ব করে বলার মতো অর্জন।কিন্তু তার কৃতিত্ব এখানেই থেমে থাকেনি। গ্রামে ফিরে এসে তিনি ১৯৩৯ সালে গড়ে তোলেন একটি প্রাথমিক বিদ্যালয়, পরে আরও নানা শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৬ সালে নিজ বাড়িতে ডাকঘর চালু করেন, যা তখনকার দিনে এক যুগান্তকারী পদক্ষেপ। তার দুই ভাই লাল মিয়া মুন্সি (শামসুল হুদা) ও জিল্লু মিয়া (আব্দুল হাই)-ও ছিলেন নিজ নিজ ক্ষেত্রে বিশিষ্ট। একজন ৩৫ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, আরেকজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা (ডিএসপি) হিসেবে কাজ করেছেন। নেতৃত্ব, মুক্তিযুদ্ধ ও...