ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী শিক্ষক সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জানিয়েছে, এখন পর্যন্ত তাদের নজরে কোনো ধরনের কারচুপির ঘটনা ঘটেনি। মঙ্গলবার (৯ আগস্ট) ডাকসু নির্বাচন পর্যবেক্ষণকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংগঠনটির পর্যবেক্ষক দল এই তথ্য জানায়। কারচুপির মতো কোনো ঘটনা নজরে পড়েছে কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ইউটিএল’র পর্যবেক্ষক দল বলে, এখন পর্যন্ত কারচুপির মতো কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। কেউ হয়তো অভিযোগ করতে পারে, দু-একটি ছোটখাটো বিষয়ে অভিযোগ উঠেছে, তখন আমরা দেখেছি তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। পর্যবেক্ষক দলটি জানায়, অত্যন্ত সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে এবং উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কিছু কেন্দ্রে কিছু অসুবিধা রয়েছে; যেমন-দীর্ঘ লাইন, মেয়েদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে, রোদ ও গরম। তবু খুবই আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোট দিচ্ছে।...